বিসমিল্লাহির রাহমানীর রাহীম

চেয়ারম্যান মহোদয়ের কিছু কথা

প্রিয় সুধী, আসসালামু আলাইকুম,

সুজলা-সফলা, শস্য-শ্যামল আমাদের এই বাংলাদেশ। মাটি, মানুষ ও প্রাকৃতিক সৌন্দয্যে মন্ডিত আমাদের এই বাংলাদেশ। আমরা ম্যাবকো স্মার্ট গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন । ২০১১ সালের ৪ঠা এপ্রিল ঢাকা জেলার প্রাণকেন্দ্র সাভার শিল্প এলাকাতে ম্যাবকো স্মার্ট গ্রুপের যাত্রা শুরু হয়। দেশ ও মানুষের সেবায় এক যুগ পেরিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে ম্যাবকো স্মার্ট গ্রুপ। ম্যাবকো স্মার্ট গ্রুপ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশ ও মানুষের স্বাস্থ্য সেবায় আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে ম্যাবকো স্মার্ট গ্রুপের সকল প্রতিষ্ঠানে রয়েছে সুদক্ষ, স্মার্ট, আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণ, তরুণী ও অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। যাদের নিরলস পরিশ্রমে ম্যাবকো স্মার্ট গ্রুপ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত হয়েছে ম্যাবকো ফুড ইন্ডাষ্ট্রিজ। ২০২৫ নতুন বর্ষে ভোক্তা সাধারণের সঠিক ও মানসম্মত পণ্য বৃহৎ পরিসরে বাজারজাত করার লক্ষ্যে আমরা পণ্যের গুনগতমান, প্রতিটি ধাপে অভিজ্ঞ মান নিয়ন্ত্রণ কর্মকর্তা দ্বারা যাচাই করে উৎপাদন করে থাকি । মানসম্পন্ন পণ্য মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। দেশি-বিদেশি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারাও হতে পারেন আমাদের সহযোগী। আমাদের সাথে যুক্ত হয়ে আপনিও হতে পারেন সফল ব্যবসায়ী ও স্বাবলম্বী । আমরা আপনাদের সাফল্য কামনা করি।


চেয়ারম্যান
মাহমুদা সুলতানা

মিশন (Mission):

মানুষের সু‐স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নত ও বিশুদ্ধ ইউনানী ঔষুধ তৈরি ও সরবরাহ করা। আমাদের অভিজ্ঞ কেমিস্ট ও ফার্মাসিস্ট প্রতিটি পণ্যের গুণগত মান BMR (বর্ননামূলক মান পরীক্ষণ) পদ্ধতিতে যাচাই করে, যাতে গ্রাহক পায় শত‑ভাগ পরিশুদ্ধ ও কার্যকর ভেষজ ঔষধ।

ভিশন (Vision):

বাংলাদেশে ইউনানী ঔষুধের ক্ষেত্রে সর্বাধিক নির্ভরযোগ্য, স্বচ্ছ ও স্বাস্থ্যবান্ধব প্রতিষ্ঠান হিসেবে সকল গ্রাহকের কাছে স্বীকৃত ও প্রতিষ্ঠিত হওয়া।

মূল্যবোধ (Values):

  • বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতাঃ প্রতিটি পণ্যই ১০০ % বিশুদ্ধ
  • ল্যাব মান নিয়ন্ত্রণঃ উচ্চমানের পরীক্ষণ ও রিপোর্টিং (BMR) প্রক্রিয়ার মাধ্যমেই মান নিশ্চিত করা হয়
  • অভিজ্ঞতা ও পেশাদারিত্বঃ ২০১১ সাল থেকে ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে
  • গ্রাহকসেবা ও সততা: গ্রাহকের আস্থা ও সেবাকে মূলমন্ত্রে রাখা।